আপওয়ার্ক মার্কেটপ্লেস থেকে দ্রুত কাজ পাওয়ার ১৯ টি টিপস
১) আপনি যেই কাজ পারেন তার উপরে তার উপর ভিত্তি করে, এমন অম্তত ১০ টা প্রোফাইল দেখে নিজের প্রোফাইল সাজাবেন। ছোট Niche এর উপর কাজ শুরু করুন। যেমন : যারা ওয়ার্ডপ্রেস এর কাজ পারেন, ওয়ার্ডপ্রেস এর সব কাজ এর উপর প্রোফাইল না সাজিয়ে শুধু “এলিমেন্টর বিল্ডার” কিংবা “ওয়ার্ডপ্রেস অপ্টিমাইজেশন” এর কাজ গুলোর উপর প্রোফাইল সাজান। এবং অন্তত প্রথম ২০ টি কাজ ওই রিলেটেড কাজের উপর প্রপোসাল পাঠান। তাহলে ছোট niche এ আপনার প্রোফাইল দ্রুত Rank এ আসবে। ইনভাইটেশন পাওয়া শুরু করবেন দ্রুত।
২) আপনার niche এ কাজ করে এমন প্রোফাইল গুলো দেখুন, তারা কিভাবে তাদের প্রোফাইল, পোর্টফোলিও, প্রজেক্ট সাজিয়েছে তা ফলো করুন। এবং নিয়মিত প্রোফাইল ডেসক্রিপশন আপডেট করুন ও প্রোফাইল এ পর্যাপ্ত কীওয়ার্ড ব্যবহার করুন। specialized প্রোফাইল গুলোতেও কীওয়ার্ড সঠিকভাবে পুশ করুন।
৩) নতুন অবস্থায় প্রতিদিন অন্তত ১০ জব পোস্ট পড়বেন যা অবশ্যই আপনার নিশ এর হতে হবে, এবং ডেমো এপ্লিকেশন লিখবেন, সাবমিট করার দরকার নাই, অর্থাৎ ১০ টা কভার লেটার লিখবেন, পাঠাবেন একটি। এটি আপনাকে দ্রুত কভার লেটার লিখায় অভস্থ করে তুলবে, পাশাপাশি ওই সময়ে আপওয়ার্ক প্রোফাইল এ আপনাকে একটিভ দেখাবে। প্রোফাইল ভিউ বাড়ার সম্ভাবনা থাকবে।
৪) ইনিশিয়ালি আপনি অবশ্যই দেখে দেখে ছোট খাটো কাজগুলোতে কিংবা কম বাজেট এর কাজ গুলোতে এবং যে কাজ গুলোতে আর্জেন্ট হায়ারিং হচ্ছে সেই কাজ গুলো তে প্রপোসাল পাঠান। কারণ এই ছোট কাজ গুলোতে বিড কম হবে, আপনার কম্পিটিশন কমে যাবে।
৫) আপওয়ার্ক এ প্রপোসাল পাঠানোর আগে ক্লায়েন্ট এর অ্যাভারেজ আওয়ারলি রেট, লোকেশন, প্রিভিয়াস অ্যাভারেজ রেটিং, প্রিভিয়াস জব হিস্ট্রি ও রিভিউ অবশ্যই দেখে নিন।
৬) যে জব পোস্ট এ ক্লায়েন্ট এর রিকুইরেমেন্ট অনেক বড় থাকে সেগুলোতে প্রপোসাল পাঠান। অনেকেই সময়ের অভাবে এত বড় জব পোস্ট এর রিকুইরেমেন্ট গুলো স্কিপ করে যায়, তাই দেখবেন এই জব গুলোতে প্রপোসাল ও কম জমা পড়ে।





Comments
Post a Comment