Posts

Showing posts from January, 2025

আপওয়ার্ক মার্কেটপ্লেস থেকে দ্রুত কাজ পাওয়ার ১৯ টি টিপস

Image
  ১) আপনি যেই কাজ পারেন তার উপরে তার উপর ভিত্তি করে, এমন অম্তত ১০ টা প্রোফাইল দেখে নিজের প্রোফাইল সাজাবেন। ছোট Niche এর উপর কাজ শুরু করুন। যেমন : যারা ওয়ার্ডপ্রেস এর কাজ পারেন, ওয়ার্ডপ্রেস এর সব কাজ এর উপর প্রোফাইল না সাজিয়ে শুধু “এলিমেন্টর বিল্ডার” কিংবা “ওয়ার্ডপ্রেস অপ্টিমাইজেশন” এর কাজ গুলোর উপর প্রোফাইল সাজান। এবং অন্তত প্রথম ২০ টি কাজ ওই রিলেটেড কাজের উপর প্রপোসাল পাঠান। তাহলে ছোট niche এ আপনার প্রোফাইল দ্রুত Rank এ আসবে। ইনভাইটেশন পাওয়া শুরু করবেন দ্রুত।   ২) আপনার niche এ কাজ করে এমন প্রোফাইল গুলো দেখুন, তারা কিভাবে তাদের প্রোফাইল, পোর্টফোলিও, প্রজেক্ট সাজিয়েছে তা ফলো করুন। এবং নিয়মিত প্রোফাইল ডেসক্রিপশন আপডেট করুন ও প্রোফাইল এ পর্যাপ্ত কীওয়ার্ড ব্যবহার করুন। specialized প্রোফাইল গুলোতেও কীওয়ার্ড সঠিকভাবে পুশ করুন।  ৩) নতুন অবস্থায় প্রতিদিন অন্তত ১০ জব পোস্ট পড়বেন যা অবশ্যই আপনার নিশ এর হতে হবে, এবং ডেমো এপ্লিকেশন লিখবেন, সাবমিট করার দরকার নাই, অর্থাৎ ১০ টা কভার লেটার লিখবেন, পাঠাবেন একটি। এটি আপনাকে দ্রুত কভার লেটার লিখায় অভস্থ করে তুলবে, পাশাপাশি ওই সময়ে আপও...

ফাইভার মার্কেটপ্লেসে নতুনদের জন্য ৫টি টিপস

Image
  ১. গিগ এ টার্গেট কীওয়ার্ড স্মার্টলি ব্যবহার করুন ফাইভার এর গিগ এর টাইটেল ও ডেসক্রিপশন এ আপনার টার্গেট সঠিকভাবে ব্যবহার করুন। গিগ ডেস্ক্রিপশনে টার্গেট কীওয়ার্ডগুলো অন্তত ৩-৪ বার করে দিন। তবে কীওয়ার্ড জোর করে যেন না ঢুকানো হয়। এছাড়াও গিগ এর টাইটেল এ অন্তত ২ টা কীওয়ার্ড টার্গেট করা যেতে পারে।   ২. একই নিশ এর উপর সার্ভিস প্রদান করুন ফাইভার মার্কেটপ্লেসে আলাদা আলাদা ক্যাটাগরি এর সার্ভিস না দিয়ে একই ক্যাটাগরি এর আলাদা আলাদা সার্ভিস প্রদান করা ভালো। যেমন যদি শপিফাই নিয়ে কেও কাজ করে শপিফাই ওয়েবসাইট ডিজাইন, ল্যান্ডিং পেজ, স্পিড অপ্টিমাইজেশন এরকম শুধু শপিফাই রিলেটেড সার্ভিস দেয়া যেতে পারে।   ৩. ফাইভার গিগ এর সঠিক মার্কেটিং করা linkedin, facebook, quora, twitter সহ অন্য সোশ্যাল মিডিয়া তে সার্ভিস রিলেটেড মার্কেটিং করা যেতে পারে। তবে খেয়াল রাখতে হবে স্পামিং যেন না হয়। আমরা সার্ভিস রিলেটেড ইনফোরমেটিভ ও নতুন কোনো আপডেট বা টিপস টাইপ এর জিনিস গুলো শেয়ার করতে পারি, বা আমাদের করা প্রজেক্ট গুলোর কেস স্টাডি লিখতে পারি।   ৪. ইউনিক সার্ভিস দেওয়ার চেষ্টা করুন ফাইভার এর গিগ এর কম্পিটিশন কম...